Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২০

মাদারীপুরের রাজৈরে কৃষকের মাঝে মাসকলাইয়ের বীজ বিতরণ করেন বারির পরিচালক


প্রকাশন তারিখ : 2020-09-24

 

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে ১৬ সেপ্টেম্বর বিকেলে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ বিতরণ করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মাসকলাই স্বল্পকালিন ডালফসল। রোগবালাইও কম হয়। বন্যা পরবর্তীতে অন্য ফসলের রোপণকাল অতিক্রম করলেও মাসকলাই বিনাচাষে আবাদযোগ্যে।এর ডাল বড়ি বানিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়।উত্তরাঞ্চলে রুটি বানিয়ে খাওয়ার প্রচলন রযেছে। এ এলাকায়ও এর চাষাবাদ সম্প্রসারণ করা সম্ভব।

 

মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি. চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সালেহ উদ্দিন। অন্যান্য অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডু, এসও মো. মামুনুর রশিদ, কৃষি তথ্য সার্ভিস, বরিশালের কর্মকর্তা নাহিদ বিন রফিক।

 

বন্যাত্তোর পুনর্বাসন ও উন্নত জাতের মাসকলাই উৎপাদন জনপ্রিয়করণের লক্ষে ৪ একর জমির জন্য ১২ জন চাষিকে ৪৮ কেজি বারি মাস-৩’র বীজ দেওয়া হয়। 

 

পরে প্রধান অতিথি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিষদ চত্বরে একটি আমের চারা রোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্যসহ অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।